Update
Class Party
23 Oct 2025
Subject: Class Party

<p>সকল ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, আগামী ২৩/১১/২০২৫ তারিখ, রবিবার, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাস পার্টি অনুষ্ঠিত হবে। </p><p>ক্লাস পার্টি উপলক্ষে সকল ছাত্র-ছাত্রীদের আগামী ১৫/১১/২০২৫ তারিখের মধ্যে ৫০০/- টাকা চাঁদা ক্লাস ম্যাডামের কাছে জমা দেয়ার জন্য বলা হচ্ছে। </p><p>সবাই সুন্দর পোশাক পরে আসবে। </p><p>এদিন ক্লাস হবে না।&nbsp;</p>